• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর নাইওরপুল পয়েন্টে পানির দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১
নগরীর নাইওরপুল পয়েন্টে পানির দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর নাইরপুল এলাকায় পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মধ্যরাতে মূল সড়কে অবস্থান নেন শতাধিক মানুষ। এতে নাইরপুল ও আসেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন লোকজন।

প্রায় ঘণ্টাখানেক চলে এ বিক্ষোভ। এক পর্যায়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা রাস্তার একপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অনেকের হাতে কলস-পাতিলসহ পানি রাখার বিভিন্ন পাত্র ছিল। তারা ‘পানি নাই, পানি চাই’ বলে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, তারা সিসিকের ১৫ নং ওয়ার্ডের নাইরপুল এলাকার বাসিন্দা। শতাধিক পরিবার সেখানে বাস করেন। এক মাসের বেশি সময় ধরে সেখানে পানি নেই। ওয়াসা কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়নি। এমনকি পানির গাড়ির জন্য ধরনা দিয়েও লাভ হয়নি। নিরূপায় হয়েই তারা রাস্তায় নেমেছেন। অনেকেই সিসিকের মেয়র ও স্থানীয় কাউন্সিলরকে উদ্যেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিতেও শোনা যায়।

স্থানীয়রা আরো জানান, প্রায় ১ মাস ধরে ওই এলাকার লোকজন পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। সিটি করপোরেশনের পানির লাইন থেকেও তারা পানি পান না।

এছাড়া সিসিকের পানির লাইনম্যানরা এলাকার জন্য বরাদ্দকৃত পানির গাড়ি এনে পার্শ্ববর্তী হোটেল ও মার্কেটে বিক্রি করে দেয়া হচ্ছে । বিষয়টি স্থানীয় লোকজন সিটি করপোরেশনকে অবগত করলেও কোন কাজ না হওয়ায় এই সড়ক অবরোধ বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আমিন বাকের এর মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা তাকে পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন