ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওই ছাত্রী অনশন শুরু করে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অনশন চলছে।
অনশনকারী পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। একই গ্রামে দুজনের বাড়ি।অনশনকারী ছাত্রীর দাবি, এক বছর ধরে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলেছে। তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে ভালোবাসে। এ খবর তার বাবা-মা জানার পর অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেছে। বিষয়টি সে জানতে পেরে প্রেমিককে অবহিত করে। কিন্তু প্রেমিক কোনও কাজ করছে না দাবি করে এ মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। অভিভাবকদের রাজি করাতে অনশন করছে বলে জানিয়েছে প্রাথমিকের এই ছাত্রী।
ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘অনশনকারীর বাবার কোনও অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নিতে পারিনি।’প্রেমিকের বড় ভাই জানান, তার ভাই বেকার। তাই তারা স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করবেন। এ ক্ষেত্রে ছেলে আয় করা শুরু করলে উভয় পরিবারের পক্ষ থেকেই অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সূত্রে : বাংলা ট্রিবিউন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন