• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২১
জৈন্তাপুর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের দামড়ি নদী ও ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ২শ ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন,জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,ওর্য়াল্ড ফিস সেন্টার জৈন্তাপুরের প্রতিনিধি খবিরুল হাসান,সূচনা প্রকল্পের ম্যানেজার আবু বকর সিকন্দার প্রমুখ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন