• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

র‍্যাবের অভিযানে জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
র‍্যাবের অভিযানে জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২

র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ ২ জনকে চোরাকারবারি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার(১১ আগস্ট)বেলা আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিন এর গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিন এর গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে।

এসময় গোডাউনের ভিতরে থাকা ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও গোডাউনের মালিক জামিল উদ্দিন ও আরেক আসামি আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো.জামিল উদ্দিন (২৫) জৈন্তাপুর উপজেলার করগ্রামের ফারুক আহমদের ছেলে ও মো. আলিম উদ্দিন(৩২)একই উপজেলার চল্লাই গ্রামের মো. সমছুল হকের ছেলে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে TheSpecial Power act,1974 এর 25-B এর 1(B) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌ র‍্যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন