• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করতে বিশেষ উদ্যোগ

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
সিলেট সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করতে বিশেষ উদ্যোগ

করোনা টিকার প্রতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সিলেটের কয়েকজন সংস্কৃতিকর্মী। সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় হাসন রাজা মিউজিয়ামের সামনে টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছেন তারা।

রোববার (১ আগস্ট) সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই ৩৫ জন মানুষকে টিকার রেজিস্ট্রেশন করানো হয় বলে জানিয়েছেন এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা সংস্কৃতিকর্মী বিমান তালুকদার।সংস্কৃতিকর্মী বিমান তালুকদার বলেন, প্রথম দিন শুধু আমরা জানান দিলাম। আগামী ৫ আগস্ট পর্যন্ত আমরা এখানে রেজিস্ট্রেশনের কাজ করব। পরে পাড়া-মহল্লায় এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে টিকা গ্রহণের প্রয়োজনীয়তা জানাবো।

তিনি বলেন, অনেক মানুষ আছে যারা নিজেরাও টিকা নেয় না, আবার অন্যদেরও টিকা নিতে বারণ করে। তাই টিকার প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে সঠিক তথ্য প্রচার করে মানুষকে টিকার আওতায় আনাই আমাদের লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন