হবিগঞ্জের বানিয়াচং ও সিলেটের জৈন্তাপুর থেকে ১ হাজার ২২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার র্যাব পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা করেছে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার র্যাব-৯ এর সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল বানিয়াচং থানার ৮নম্বর খাগাউড়া ইউনিয়নের উজিরপুর বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. আবিদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়। আবিদ খাগাউড়া এলাকার মো. আখিকুর রহমানের ছেলে।
অপরদিকে বুধবার রাতে র্যাব-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার ‘সিলেট পল্লী বিদ্যুৎ অফিস-২, সদর দপ্তর’ এলাকা থেকে ২২৪ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস আহমেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। ইলিয়াস জৈন্তাপুর এলাকার করগ্রামের ইউসুফ আলীর ছেলে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন