• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউনের চতুর্থ দিনে সিলেটে ৫১ টি মামলা, আটক ৩৫ যানবাহন

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৭, ২০২১
লকডাউনের চতুর্থ দিনে সিলেটে ৫১ টি মামলা, আটক ৩৫ যানবাহন

কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার সিলেটে ৫১টি যানবাহনে মামলা ও ৩৫টি আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।জানা গেছ, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৪০টি সিএনজি চালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কারসহ ৫১টি যানবাহনে মামলা দেওয়া হয়। এছাড়া ১৫টি সিএনজি চালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার, অন্যান্য ৮টিসহ ৩৫টি যানবাহন আটক করা হয়।

অপরদিকে পুলিশি, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন