সিলেটের এয়ারপোর্ট থানার আরাফাত ফুডে চুরির ঘটনায় শনিবার চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুলতান বক্স মনসুর (৪৪), দেওয়ান সাহেদ আহমদ নয়ন (৩৪), আমির আলী (৩৬) ও মো. সুহেল (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকার আরাফাত ফুডে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বক্স মনসুর, দেওয়ান সাহেদ আহমদ নয়ন, আমির আলী ও মো. সুহেলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে চৌকিদেখী এলাকার সানজিদা সামিহা এন্টারপ্রাইজের গোডাউন হতে চোরাই হওয়া মালামালের মধ্যে ২টি সিলভার কালার পাতের শীট, ২টি লোহার সিঁড়ি, ৪টি লোহার তৈরী বেকারীর স্ট্যান্ড ও ১টি পুরাতন স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন