সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত আর নেই। মহামারি করোনাভাইরাস প্রাণ নিলো এই গুণী শিল্পীরও।আজ রবিবার (১৮ জুলাই) সকাল ১০ টা ২২ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অরবিন্দ দাসের ছাত্র ও সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের অধ্যক্ষ ইসমাইল গণি হিমন।তিনি বলেন, স্যার আর আমাদের মাঝে নেই। সকাল ১০টা ২২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। করোনার পাশাপাশি তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাছাড়া স্যারের কিডনিতেও সমস্যা ছিল।
আজ বেলা ২টায় তাঁর মরদেহ হাসপাতাল থেকে চালিবন্দর শ্মশানে নিয়ে যাওয়া হবে জানিয়ে হিমন বলেন, সেখানের স্যারের শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে, গত ২৫ জুন (শুক্রবার) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে অরবিন্দ দাস গুপ্তের করোনা ধরা পড়ে। অক্সিজেনের মাত্রা হ্রাস ও ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়ায় ২৭ জুন রবিবার তাঁকে আইসিউইতে স্থানান্তর করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন