সিলেটে গভীর রাতে কিশোরী মেয়েকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন নাছিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ।
রবিবার (২৭ জুন) ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমা কদমতলী বালুর মাঠে ইকবাল মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা কদমতলী বালুর মাঠের ইকবাল মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন সুজন মিয়ার স্ত্রী নাছিমা বেগম। তাদের ১৩ বছর বয়েসি এক কিশোরী কন্যা রয়েছে। সুজন মিয়া কাজের সুবাধে সুনামগঞ্জের তাহিরপুরে থাকেন। নাছিমা বেগম মেয়ে ও তার মাকে নিয়ে ইকবাল মিয়ার কলোনিতে থাকতেন।
রবিবার ভোররাত ৪টার দিকে হঠাৎ মা ও মেয়েকে ঘরের বাইরে বের করে দিয়ে নাছিমা বেগম দরজা লাগিয়ে দেন। অনেক্ষণ পর পর্যন্তও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নাছিমার মা প্রতিবেশীদের ডেকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রবিবার সকালে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় নাছিমা বেগমের লাশ উদ্ধার করে।
পরে ময়না তদন্ত শেষে মরদেহ নাছিমার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক পর্যায়ে নাছিমার আত্মহত্যার কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন