সিলেট নগর থেকে ১৩২ লিটার চোলাই মদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২২ জুন) রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নগরের কাষ্টঘর থেকে মদসহ তাদের গ্রেপ্তার করে।
বুধবার (২৩ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৩২ লিটার চোলাই মদ জব্দসহ আব্দুল কাদির, ইসলাম উদ্দিন, সুজন মোদক, অসীম চক্রবর্তী, সানফর আলী, কিরন পাল, শ্যামল দাস, মো. শামীম আহাম্মেদ, গুরুদাস পাল, মোঃ বিলাল হোসেন ও অরুন দেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন