• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বেতন বাড়ছে ক্রিকেটারদের

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৮, ২০২১
বেতন বাড়ছে ক্রিকেটারদের

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে গত বছর।’এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন এখন ছয় লাখ টাকা।এ’ ক্যাটাগরিতে তিন লাখ, ‘বি’ ক্যাটাগরিতে দুই, ‘সি’ ক্যাটাগরিতে দেড় আর ‘ডি’ ক্যাটাগরিতে এক লাখ টাকা করে বেতন দেয় বিসিবি। এ বছর আবার বেতন বাড়বে ১০ থেকে ২০ শতাংশ।বৃহস্পতিবার বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো বেতন কমাচ্ছে। আমরা সেখানে বাড়াচ্ছি। আমি বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম বেতন বাড়াতে। তিনি মৌখিক অনুমোদন দিয়েছেন।’তিনি আরও জানান, বোর্ডসভায় অনুমোদিত কেন্দ্রীয় চুক্তির জন্য মনোনীত ক্রিকেটারদের কাছে ফরম পাঠানো হবে কে কোন সংস্করণে খেলবে, সেটা জানার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন