• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট বাউল কল্যাণ সমিতির সভাপতি রাসেলের বিরুদ্ধে ডিজিটাল আইনে জিডি

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৪, ২০২১
সিলেট বাউল কল্যাণ সমিতির সভাপতি রাসেলের বিরুদ্ধে ডিজিটাল আইনে জিডি

সিলেট বিভাগ বাউল কল্যাণ সমিতির সভাপতি দক্ষিণ সুরমার ধরাধর পুরের সাবেক ইউপি মেম্বার কামাল উদ্দিন রাসেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। গত ৩ জুন ঢাকার চকবাজার মডেল থানায় এ জিডি করা হয়। দেওয়ান সাবানা আজমীরি নামের জনৈক যুবমহিলা থানায় এ জিডি করেন।

জিডিতে অভিযোগ করা হয়-কামাল উদ্দিন রাসেল তার নিজ নামীয় ফেইসবুক আইডি (kamal uddin rasel) থেকে গত দুই সপ্তাহ ধরে সাবানা আজমীরির বিরূদ্ধে নানা অশ্লীল পোস্ট প্রচার করে চলেছেন।

মানহানীকর ও আপত্তিকর এই পোস্টগুলো সাবানার সামাজিক মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন করেছে। ফলে সাবানা আজমীরি তার স্বজন ও লোক সম্মুখে মুখ দেখাতে পারছেন না। সাধারন ডাইরীটি তদন্ত করে ব্যবস্থা নিতে থানার এসআই ওয়ালী উল্লাহ্কে দায়িত্ব দেওয়া হয়েছে।খবর সিলেট পোস্ট …!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন