• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীতে ভূমিকম্প আতঙ্কে বিয়ের আসর ছেড়ে রাস্তায় বর

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৭, ২০২১
নগরীতে ভূমিকম্প আতঙ্কে বিয়ের আসর ছেড়ে রাস্তায় বর

সিলেটের রোজভিউ হোটেল। সোমবার একটি বিয়ের অনুষ্টানের আয়োজন করা হয়েছিলো । স্বাভাবিক ভাবে চলছিলো সব আয়োজন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ কেঁপে উঠে সিলেট শহর। সাথে সাথে সিলেট নগরীর সকল মানুষ বেরিয়ে আসেন বাইরে। বাদ যাননি রোজভিউ হোটেলে বিয়ের অনুষ্ঠানে আসা বরযাত্রীসহ অতিথিবৃন্দ। সাথে সাথে নেমে আসেন বিয়ের বরও।

বিয়ের অনুষ্ঠানে আসা একজন বরযাত্রী জানান, ভূমিকম্পের জন্য তারা বাইরে বেরিয়ে এসেছেন,‘ আগে জান বাছানো ফরজ’ বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ ও ৬টা ৩১ মিনিটের দিকে দু্ইবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৩ দশমিক ৮। অপরটি সম্পর্কে কিছু জানাতে পারেনি সিলেট আবাহাওয়া অফিস। এর উৎপত্তি স্থল সম্পর্কে কিছু জানাতে পারেনি তারা। তবে সিলেট অঞ্চল হিসাবে উল্লেখ করেছেন।

সিলেট আবাহওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট বলেন- তাদের যন্ত্রে মাত্র ১ বার ভূকম্পনের বিষয়টি ধরা পড়েছে। সেটি হয়েছে ৬টা ২৯ মিনিট ৩১ সেকেণ্ডে। তবে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে দু’দুবার ভূকম্পন অনুভবের খবর পাওয়া গেছে। এখনো কোথাও কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন