নিজস্ব প্রতিবেদক :: সদ্য মারা যাওয়া ৩-আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ কয়েস চৌধুরী। ৯০ দিনের ভিতরে নির্বাচন হওয়ার আইন থাকলে করোনার পাদুর্ভাবের কারণে জুলাই মাসের মাঝামাঝি হবে সিলেট ৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আজ।
এর মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে সিলেট-৩ আসনের উপনির্বাচনী প্রচারণার। তা থেকে বাদ যাননি জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। রমজানের শুরু থেকে ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী, কর্মীসভাসহ বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন তিনি। তবে আতিকের এই বড় বাজেটে হাত বাড়িয়েছেন সিলেটের বেশ কয়েকজন জাপা নেতাকর্মীরা।
আতিকের বড় বাজেটকে ছোট করে পকেট ভারী করেছেন জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, হাসান আহমদ, আক্তার হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আতিকের এই ত্রাণসামগ্রী সিলেট – ৩ আসনের জনগণ পাওয়া তো দূরের কথা ইউনিয়ন/ওয়ার্ড নেতাকর্মীরাও নিয়ম মাফিক পাচ্ছে না। নির্বাচনী এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া বিরাজ করছে। এক নেতাকে মানছেন না আরেক নেতা। এসব কিছুই জানেন না আল্লহাজ্ব আতিকুর রহমান আতিক। এমন মন্তব্যই করেছেন জাপার কিছু নেতাকর্মীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন