• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট আইনজীবী সন্তানদের শিক্ষা বৃত্তি দিলেন এডভোকেট শমিউল আলম

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
সিলেট আইনজীবী সন্তানদের শিক্ষা বৃত্তি দিলেন এডভোকেট শমিউল আলম

আইনজীবী সন্তানকে শিক্ষিত জনসম্পদে রুপান্তরিত করতে ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ কে এম শমিউল আলম মেধা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী আইনজীবী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

অদম্য মেধাবীদের পাশে এ কে এম শমিউল আলম ফান্ড’–এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৫ ডিসেম্বর) দুপুর দুইটায় আইনজীবী সমিতির ৪ নং হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইনজীবী পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবছর এস এস সি তে এডভোকেট আতিকুর রহমান এর মেয়ে ফারিয়া রহমান জান্নাতকে বৃত্তি প্রদান করা হয়।

তাছাড়া এবছর মেধাবী দের মধ্যে থেকে যারা এস এস সি তে এবং এইচ এস সি তে সেরা হয়েছেন তাদের বৃত্তি প্রদান করা হয়।

মেধা বৃত্তি অনুষ্ঠানে আইনজীবীরা বলেন আইনজীবী পরিবারের জন্য আজকের দিনটি অনেক আনন্দের।এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা।

শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা লেখাপড়ায় ফাঁকিবাজি করবে তাদের জীবন ও ফাঁকিবাজিতে পড়ে যাবে। এতে উপস্থিত ছিলেন বার কাউন্সিল এর সদস্য এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, এডভোকেট মুসলেহ উদ্দিন,এডভোকেট আলতাফ হোসেন,এডভোকেট মফিজুর রহমান, এড এম আর খান মুন্না, এড জাহাঙ্গীর আলম, এড মোফাজ্জল হোসেন চৌধুরী, এড ফরহাদ খন্দকার এড প্দ্মাসেন সিংহ এড আব্দুল্লাহ আল হেলাল প্রমূখবিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন