• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা ফয়সল আহমদের মুক্তি লাভ,কারা ফটকে সংবর্ধনা

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
ছাত্রদল নেতা ফয়সল আহমদের মুক্তি লাভ,কারা ফটকে সংবর্ধনা

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মো. ফয়সল আহমদকে কারা ফটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলে ছাত্রদল নেতৃবৃন্দ কারা ফটকে এই সংবর্ধনা প্রধান করেন।

এসময় বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন, ফ্যাসিস আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ছাত্রদলসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। মিথ্যা ও গায়েবী মামলায় বছরের পর বছর কারাগারে নির্যাতনে শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা।

গুম করা হয়েছে সিলেটের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও এম ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীসহ শত শত বিএনপির নেতাকর্মীদের। দীর্ঘ নির্যাতন-নিপীড়নের পর ফ্যাসিস সরকারের পতন হয়ে। কিন্তু তারা তাদের দোসরদের দিয়ে শান্ত দেশকে অশান্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম দুয়েল, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুয়েলুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তারেকসহ জেলা ও মহানগর জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন