• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝড়ের কবলে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত এসময় গাছ চাপায় নিহত তার পাঁচ বছরের এক শিশু

sylhetnewspaper.com
প্রকাশিত মে ৫, ২০২৪
ঝড়ের কবলে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত এসময় গাছ চাপায় নিহত তার পাঁচ বছরের এক শিশু

কিশোরগঞ্জে ঝড়ের কবলে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় গাছ চাপায় প্রাণ হারিয়েছে তার পাঁচ বছরের এক শিশুও।

রোববার ভোরে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রূপতারা (৪৫) ও তার সন্তান তাইজুল (৫)। তারা ওই এলাকার কৃষক আ। করিমের স্ত্রী ও সন্তান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে প্রচণ্ড ঝড়ে বসতঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হয়ে শিশুপুত্র তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা রূপতারাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন