সিলেটে ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার (০৩ মে) বিকেলে নগরের চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলী ও সবিনা বেগম দম্পতির ছেলে। তারা স্বপরিবারে নগরের ছড়ারপাড় রাহাত মিয়ার কলোনীতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির এলাকায় ওই তরুণকে ঘেরাও করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামীম উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক তরুণ খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ওই তরুণ বেকার ছিলেন। মাঝেমধ্যে সবজি বিক্রি করতেন। কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসএমপির সহকারি কমিশনার (কোতোয়ালি) মিজানুর রহমান বলেন, খুনের ঘটনাটি জানতে পেরেছি। তবে কী কারণে হত্যা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত এখনো জানতে পারিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন