এ কে আজাদ বিশেষ প্রতিনিধি:গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৩ মে) দুপুর ০২:০০ টার দিকে উপজেলার জাফলং, বুদিরগাউ ও বালির হাওর এলাকায় নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পৃথক ভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী ও পরিবেশ বাচাও আন্দোলনের গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বুদির গাই ও বালির হাওরসহ বিভিন্ন নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধপন্থায় যন্ত্র দানব দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
ইজারা বহির্ভূত নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে অবৈধভাবে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘর সহ স্কুল, মাদ্রাসা, ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে নদী তীরবর্তী এলাকার মানুষ। তাদের এসব কার্যক্রমের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
এ সময় বক্তারা আরো বলেন অনতিবিলম্বে অবৈধভাবে উত্তোনকৃত বালু, পাথর ও ডেজার মেশিন গুলো
জব্দ করে নিলাম দেওয়ার দাবি জানান তারা ও আরো বলেন স্ট্রককৃত বালু নিলাম দিয়ে যে টাকা আসবে সেই টাকা দিয়ে অবহেলিত গোয়াইনঘাট
এলাকার উন্নয়নমূলক কাজে ব্যবহার করার জন্য জোর দাবি জানান।
আগামী ৭২ ঘন্টার ভিতরে ইসি এ এরিয়া থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধ ও উত্তোলনকৃত বালু যব্দ না করলে
স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করবেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পৃথক এ মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র যগ্ম আহ্বয়ক আবুল কালাম আজাদ , যুগ্ম আহ্বয়ক মামুনুর রশিদ মুন্না, সংগঠক জাবেল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন