• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামালের বিরুদ্ধে টোলবক্সে হামলার অভিযোগ

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫
মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামালের বিরুদ্ধে টোলবক্সে হামলার অভিযোগ

বিশেষ প্রতিবেদক: সুরমা নদীর উপর শাহপরান ব্রীজে টোল দেওয়া নিয়ে টোল বক্সের কর্মীদের উপর হামলা চালিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতা।

শুক্রবার দুপুরে শাহপরান ব্রীজে টোল বক্সে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শ্রীরামপুর থেকে বরযাত্রীর গাড়ী বহর শুক্রবার দুপুরে শাহপরান ব্রীজ দিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে যাত্র করে।

গাড়ী বহরে বরযাত্রী ছিলেন সিলেট মহানগরীর মোগলাবাজার থানা বিএনপি’র সদস্য সচিব জামাল আহমদ (জামাল মেম্বার)।

এ সময় জামাল মেম্বার টোলবক্সে ৫টি গাড়ীর টোলের টাকা না দিয়ে পারাপার করতে বলেন। টোলের দায়িত্বপ্রাপ্তরা টোল ছাড়া গাড়ি ছাড়তে পারবেন না বলে জানান।

এ সময় জামাল মেম্বারসহ কয়েকজন টোলবক্সের কর্তব্যরতদের উপর হামলা চালায়। পরে জামাল মেম্বারসহ বরযাত্রী তারা তার আত্মীয় স্বজনরা টোল না দিয়ে ৫টি গাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে টোল বক্সে কর্তব্যরত সিলেট সড়ক বিভাগের কার্যসহকারী পিংকু তালুকদার জানান, জামাল মেম্বার টোলবক্সে ৫টি গাড়ীর টোল না দিয়ে গাড়ি ছাড়তে বললে আমরা ছাড়িনি।

এ সময় জামাল মেম্বারসহ বরযাত্রী কয়েকজন টোলবক্সের কর্তব্যরত আমাদের উপর হামলা চালায়। পরে জামাল মেম্বারসহ বরযাত্রী তারা তার আত্মীয় স্বজনরা টোল না দিয়ে ৫টি গাড়ি নিয়ে যায়। এ ঘটনায় আমরা গোলাপগঞ্জ থানাকে অবগত করেছি। আমরা এ ব্যাপার অভিযোগ দায়ের করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন