• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিগারেটের ধোঁয়া নিয়ে বিরোধ:হাসপাতালেও হামলার শিকার দুই যুবক!

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫
সিগারেটের ধোঁয়া নিয়ে বিরোধ:হাসপাতালেও হামলার শিকার দুই যুবক!

সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হামলা করা হয় দুই যুবকের ওপর। ওই সময় ভাঙচুর করা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের পাশের ক্যাজুয়ালিটি ইউনিটের ফ্রন্ট ডেস্ক। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের কয়েকজন স্টাফ।

তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর হামলাকারী তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন উসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ। সোমবার রাত ৯টা ও ১১টার দিকে পৃথক এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মীরবক্সটুলা এলাকার ভাই ভাই রেস্টুরেন্টের পাশে ধূমপান করছিল ওই রেস্টুরেন্টের কয়েকজন কর্মচারী। ওই সময় চা পান করতে আসা দুই যুবক তাদের সিগারেটের ধোঁয়া অন্যদিকে ছুড়তে বলেন। এতে তাদের কথা না শুনে উল্টো ক্ষিপ্ত হয়ে হামলা করা হয় যুবকদের ওপর। এ নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন।

আহত দুই যুবককে ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু রাত ১১টার দিকে রেস্টুরেন্টের কর্মচারীসহ কয়েকজন কিশোর হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবায় বাধা ও তাদের ওপর হামলা করে। বাধা দিতে গিয়ে আহত হন পুলিশের নায়েক সুবাশীষ, হাসপাতালের স্টাফ মিটু ও এক মহিলা নার্স। তাৎক্ষণিকভবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তারা হলো- জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে, নগরীর মীরবক্সটুলা ভাই ভাই রেস্টুরেন্টের কর্মচারী গিয়াস উদ্দিন রানা, তার ভাই মোস্তাক হোসেন ও একই রেস্তোরার কর্মচারী জকিগঞ্জের আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন