সিলেট নগরীর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি, সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক সিলেটের অসংখ্য মাদরাসা-মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান এর দাতা সদস্য আকিকুর রহমান বাদশা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার তারাবির নামাজের পর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম।
নামাজের পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, হরিপুরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মরহুমের ছোট ভাই ও সাবেক কমিশনার সাজ্জাদুর রহমান সুজ্জাদ, মরহুমের ছেলে মুরাদ আহমদ। জানাযার নামাজে অংশগহণ করেন হযরত শাহজালাল রহঃ দরগাহ মাজারের খাদিম সামুন মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, করিমউল্লাহ গ্রুপের সত্ত্বাধিকারী আতাউল্লাহ সাকের, ছানাউল্লাহ ফাহিম, শিবগঞ্জ মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন