• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ভূমি নিয়ে বিরোধ : আহত ৩, আসামিদের ধরছেনা পুলিশ!

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
সিলেটে ভূমি নিয়ে বিরোধ : আহত ৩, আসামিদের ধরছেনা পুলিশ!

ডেস্ক রিপোর্ট:সিলেটের শিবের বাজারের বাবুরগাঁও গ্রামে ভূমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন বাবুরগাঁও গ্রামের মৃত মনাইশা আলীর পুত্র মর্তুজ আলী (৫৫), মর্তুজ আলীর পুত্র বাহার উদ্দিন ও সাহার উদ্দিন। গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মর্তুজ আলীর বাড়ির পাশে এঘটনা ঘটে। এঘটনায় ৬ জনের নামোল্লেখ করে মর্তুজ আলীর স্ত্রী মোছা: জয়গম বিবি বাদি হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০/২৫।

মামলায় এজহার ভুক্ত আসামিরা হলেন শিবের বাজারের বাবুরগাঁও গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র ছাদিকুজ্জামান (৪৮) ও ছাবিরুজ্জামান (৪৫), মৃত নুরুল ইসলামের পুত্র ছমির উদ্দিন (৪৬), মৃত আজিজুর রহমানের পুত্র মুজিবুর রহমান (৪০), ছমির উদ্দিনের পুত্র রেজওয়ান (২২), আজিজুর রহমানের পুত্র গোলাব নুর (৩৭) সহ অজ্ঞাত আরো ৪ জন।

মামলার এজহারে জানা গেছে, শিবের বাজারের বাবুরগাঁও গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র ছাদিকুজ্জামান (৪৮) দের সাথে দীর্ঘদিন থেকে মর্তুজ আলীর সাথে ভূমি নিয়ে বিরোধ চলছে। ছাদিকুজ্জামানসহ তার ভাইয়েরা মর্তুজ আলীর পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা তাদের ফাসিয়েছেন। অনেক মামলা থেকে মর্তুজ আলীর পরিবার খালাসও পেয়েছেন। ছাদিকুজ্জামান গং ভূমিখেকো, মামলাবাজ, সন্ত্রাসী প্রকৃতির লোক। মর্তুজ আলী তার ভূমিতে গতমাস থেকে বাড়ি নির্মাণের কাজ করাচ্ছেন। এমতাবস্থায় ঘটনার দিন দুপুরে শিবের বাজারের বাবুরগাঁও গ্রামের ছাদিকুজ্জামান (৪৮) তার ভাই ছাবিরুজ্জামান (৪৫), ছমির উদ্দিন (৪৬), মুজিবুর রহমান (৪০), রেজওয়ান (২২), গোলাব নুর (৩৭) সহ অজ্ঞাত আরো ৪ জন দেশিও অস্ত্র দা, রামদা, লোহার পাইপ, কোদাল নিয়ে এসে মর্তুজ আলীর ঘর নির্মানের কাজে বাধা দেয় এবং গালিগালাজ করে। এসময় মর্তুজ আলী প্রতিবাদ করলে ছাদিকুজ্জামানরা সবাই মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মর্তুজ আলী (৫৫)। তার মাথায় দা এর কোপ, হাতে কোপ মারা হয়। মর্তুজ আলীর পুত্র বাহার উদ্দিন ও সাহার উদ্দিনদের তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপে তাদের হাত, পা, নাক ক্ষত হয়। মর্তুজ আলীর পরিবারের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

মর্তুজ আলী ও তার স্ত্রী মোছা: জয়গম বিবি জানান, ছাদিকুজ্জামানদের সাথে দীর্ঘদিন থেকে আমাদের ভূমি নিয়ে বিরোধ চলছে। ছাদিকুজ্জামানসহ তার ভাইয়েরা আমাদের পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা দিয়ে আমাদের ফাসিয়েছেন। অনেক মামলা থেকে আমরা খালাসও পেয়েছি। ছাদিকুজ্জামান গং ভূমিখেকো, সন্ত্রাসী প্রকৃতির লোক। আমরা আমাদের ভূমিতে গতমাস থেকে বাড়ি নির্মাণের কাজ করাচ্ছি। ঘটনার দিন দুপুরে তারা দেশিও অস্ত্র দা, রামদা, লোহার পাইপ, কোদাল নিয়ে এসে আমার ঘর নির্মানের কাজে বাধা দেয় এবং গালিগালাজ করে। এসময় আমরা প্রতিবাদ করলে ছাদিকুজ্জামানরা সবাই মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রভাবশালী লোক, তাদের টাকা আছে। তারা মামলার আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে ঘুড়ছে। এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আমরা প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমরা সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবো প্রশাসন ও ছাদিকুজ্জামান গংদের বিরুদ্ধে।

এ ঘটনায় জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
You sent

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন