• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাট সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৫
গোয়াইনঘাট সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা সিলেট সীমান্তে জব্দ হওয়া এযাবৎকালের সবচেয়ে বড় চালান।
বুধবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, বুধবার সকালে বিজিবি সিলেট সেক্টরের অধীনে ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাই ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন