• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
সিলেট কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারের হত্যা ও চুরির মামলার আসামি আব্দুল হামিদ (২৮) নামের এক আসামি অসুস্থ হয়ে মারা গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

মারা যাওয়া আব্দুল হামিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে বর্তামান তেররতন এলাকার ভারাটিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো.সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) জেলার মো.সাখাওয়াত হোসেন বলেন, সোমবার সকালে হঠাৎ করে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় দুপুর ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যায় সুরাতহাল করা হয় এবং আজ দুপুর ১টার দিকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন