• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

রুবেল আহমেদ,গোয়াইনঘাট সিলেট:১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও দলীয় সমর্থক নিয়ে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া ছাত্তার সহ সভাপতি সিলেট জেলা যুবদলের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,কৃষকদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।

এছাড়াও গোয়াইনঘাট উপজেলা দলের পক্ষ থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিজয় র‍্যালি গোয়াইনঘাট শহিদ মিনার থেকে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে শহিদ মিনারে জড়ো হয়ে বিজয়ের শ্লোগান দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট  উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হক, ৯নং ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য ও ৪নং লেংগুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সায়েদ মেম্বার, ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা যুবদল নেতা আবুল কাশেম,যুবদল নেতা নাজিম উদ্দীন, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ,৬নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, বিলাল উদ্দিন,ছাত্রদল নেতা মহসিন আহমদ জনি, শামিম আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম বদর, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম,উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েদ হাসান,
দুলাল মেম্বার,জসিম মেম্বার,মোহাম্মদ মেম্বার,রইছ উদ্দিন লেচু
মেম্বার, ৪নং লেংগুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান, ৮ং ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দীন সহ প্রমুখ। বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। বিজয় র‍্যালি শেষে বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত ইউনিয়ন বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার মো: তৌহিদুল ইসলাম’র প্রধান অতিথির উপস্থিতিতে সিলেট জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তারের নেতৃত্বে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন