রুবেল আহমেদ:সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,৩১ বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক এক করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও পরিষদ, গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা রোভার স্কাউটস ও বিয়াম ল্যাবরেটরি স্কুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার-পরিকল্পনার পক্ষে ইউএইচও ডা: মো: হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার মো: আব্দুল হক।
এছাড়া উপজেলা বিএনপির পক্ষে সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষে সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,, সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, মিনহাজ মির্জা, সাইদুল ইসলাম ও হুমায়ূন আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, তানজিল হোসেন, রহিম উদ্দিন, নোমান আহমদ ও মারজানুল আযহার জুনেদ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনতা।
পরে সকাল সকাল ৯টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা বক্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। এরপর সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সিলেটের কৃতি সন্তান রাজিন সালেহ।
পরে বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে উপজেলা রোভার স্কাউটস দলের আয়োজনে বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবুল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক রুবেল আহমেদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন