স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল রক্তদান ও মানব কল্যাণ সোসাইটির ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় জেএসসি-এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং জালালপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার(১৫ডিসেম্বর) লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু মহল রক্তদান ও মানব কল্যাণ সোসাইটি।
সংগঠনের সভাপতি শাহরুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৬ নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আয়েশা খাতুন কলি, মাওলানা সোলেমান আহমদ, শামীম ট্রাভেলস এক্সপ্রেসের পরিচালক ফাহিম মাহমুদ ফুরুক, বন্ধু মহল রক্তদান ও মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা জাহেদ আহমদ, উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেটপ্রতিদিন২৪.কম’র স্টাফ রিপোর্টার মো.মশাহিদ আলী, সবুজ সিলেট পত্রিকার ফটো সাংবাদিক তারেক চৌধুরী রাহেল, জালালপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক শাহ মো. সাবের হাসান সাকিব, জবান উল্লাহ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুমন আহমদ, মাহবুবুর রহমান মাহবুব, ফটো সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহের আহমদ।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন