• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় ৪ ঘন্টা সংঘর্ষ,আহত ৫০

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় ৪ ঘন্টা সংঘর্ষ,আহত ৫০

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

দোকানে মোবাইল চার্জ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উপজেলার থানার সদর পয়েন্টে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। এসময় দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্ভর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সাথে মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি এলাকায় সড়কে গাড়ি আটক করে।

পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এটি সংষর্ঘে রূপ নেয়। প্রায় ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন