• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

শহিদ বুদ্ধিজীবি দিবসে গোয়াইনঘাটের ৪ টি বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবি দিবসে গোয়াইনঘাটের ৪ টি বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

রুবেল আহমেদ গোয়াইনঘাট থেকে::সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার পূর্নানগর শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ প্রমূখ। এরপর একে একে তামাবিল স্থলবন্দর,ওযুহাত ও হাটগ্রামে অবস্থিত শহীদ সমাধিতেও অনুরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি,প্রাণী সম্পদ অফিসার জামাল খান প্রমূখ।

এসময় গণমাধ্যম কর্মি,স্কাউট সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা জেলহত্যা দিবসের ঘটনা বহুল তথ্য এবং শাহদাৎ বরণকারী নেতাদের জীবনাদর্শ তুলে ধরা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন