• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

উপশহর থেকে ব্যবসায়ীর ১৪ বস্তা সুপারি লুট:১ ঘন্টায় উদ্ধার ৮ বস্তা!

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪
উপশহর থেকে ব্যবসায়ীর ১৪ বস্তা সুপারি লুট:১ ঘন্টায় উদ্ধার ৮ বস্তা!

নিজস্ব প্রতিনিধি: সিলেট শাহপরান থানাধীন নগরীর ২২
নং ওয়ার্ডের উপশহর ৯৯ দোকানের সামন থেকে ১৪ বস্তা সুপারি লুটের ১ ঘন্টা পর ৮ বস্তা সুপারি উদ্ধারের খবর পাওয়া গেছে। বাকি ৬ বস্তা এখনও উদ্ধার করা হয়নি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে।

স্হানীয় সুত্রে জানা যায়, হরিপুরের চিকনাগুল এলাকার এক ব্যবসায়ীর সুপারি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ঐ ব্যবসায়ী চিকনাগুল থেকে সুপারি ক্রয় করে কালিঘাট সুপারির আড়তে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে উপশহর ৯৯ দোকানের সামনে পৌঁছামাত্র কয়েকজন সন্ত্রাসী লেগুনা গাড়ি থামিয়ে প্রথমে তেররতন এলাকায় ঢুকার চেষ্টা করে।

পরে সুপারিসহ লেগুনা গাড়িটি উপশহর এইচ ব্লকের শেষ প্রান্তে নিয়ে সুপারির ব্যবসায়ী, লেগুনার ড্রাইভার ও হেলপারকে মারধর করে সুপারি লুট করে নেয়। পরে তাদেরকে হুমকি দিয়ে চলে যেতে বলে।

সুত্র জানায়, উপশহর এইচ ব্লকের ভাঙ্গারি ব্যবসায়ীর ছেলে বর্তমানে মেজরটিলা এলাকায় বসবাসকারি মুরাদ ও তার সঙ্গীরা লেগুনা গাড়ির পিছন পিছন আসে। এবং উপশহর পৌছামাত্র গাড়িটি আটকিয়ে এইচ ব্লকে নিয়ে সুপারি লুট করে।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর স্হানীয় জনতার সহযোগীতায় তাৎক্ষনিক উপশহর এইচ ব্লকে অভিযান চালানো হয়। এসময় লুন্ঠনকৃত ৮ বস্তা সুপারি এইচ ব্লক থেকে পরিত্যাক্ত অবস্হায় উদ্ধার করা হলেও বাকি ৮ ঘড়া সুপারি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যপারে সুপারি ব্যবসায়ীর এক আত্মীয় রিয়াদ জানান, বাকি সুপারি উদ্ধার এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ ব্যাপারে উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছেও সুপারি লুটের খবর এসেছে।

তিনি জানান, সুপারির মালিক এখনও থানা পুলিশকে অবগত করেন নাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন