গোয়াইনঘাট থেকেঃসিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় মাদকসহ দুজনকে আটক করেছে বিছনাকান্দি বিওপি।
রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেবাসা নামক স্থান থেকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোঃ সাহাব উদ্দিন সাবই মিয়ার ছেলে আবুল হোসেন এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মনির মিয়া চৌধুরীর ছেলে মোঃ মনছুর চৌধুরীকে ভারতীয় ৫ বোতল বিয়ার ও মোটর সাইকেলসহ বিছনাকান্দি বিওপির টহলদল আটক করে।
সীমান্ত থেকে মাদকসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন