• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোলাগঞ্জে অভিযানে যাওয়া এসিল্যান্ডের উপর পাথর উত্তোলনকারীদের হামলা, আহত ২

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
ভোলাগঞ্জে অভিযানে যাওয়া এসিল্যান্ডের উপর পাথর উত্তোলনকারীদের হামলা, আহত ২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের পরিচালনার সময় এসিল্যান্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন।

আহতরা হলেন- ভূমি অফিসের সুকুমার নম ও হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে পাথর উত্তোলনকারীরা। তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। পরে সেখান থেকে তারা দ্রুত চলে আসেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে আমরা কোনোরকমে সেখান থেকে চলে আসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন