অদ্য ০১/১২/২০২৪ খ্রিঃ তারিখ ১৩.০৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল বাছেত সরকার এর নেতৃত্বে দিবাকালীন সিয়েরা-৩১ ডিউটিরত অফিসার এসআই(নিঃ) পিন্টু ধর সঙ্গীয় দিবাকালীন সিয়েরা-৩৩ এর এএসআই(নিঃ)/
হিরাজ মিয়া ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিতিত্তে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন বড়শালাস্থ সিলেট ক্লাবের সামনে কোম্পানীগঞ্জ হতে সিলেটগামী পাকা রাস্তার উপর হতে আসামী
১। জাকির হোসেন (৪৫), পিতা-মৃত আলী হোসেন, সাং-বগাইয়ারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত আসামী জাকির হোসেন (৪৫) এর হাতে থাকা একটি হালকা নীল রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত ২৪(ছব্বিশ) বোতল ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল এবং আসামীর কোমড়ে গোলাপী রংয়ের সুতি কাপড়ের ভিতরে বিশেষ কায়দায় রাখা কোমড়ে বাধা অবস্থায় ২৪(ছব্বিশ) বোতল ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিলসহ মোট ৪৮(আট চল্লিশ) বোতল ফেনসিডিল, যার তরলের পরিমান ৪.৮ লিটার, সর্বমোট আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আট চল্লিশ হাজার) টাকা প্রাপ্ত হয়ে উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/পিন্টু ধর জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৩, তাং-০১/১২/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন