• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটের আদালতে হত্যা মামলার আসামি রুনু মিয়া মঈনের উপর হামলা

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪
সিলেটের আদালতে হত্যা মামলার আসামি রুনু মিয়া মঈনের উপর হামলা

সিলেট আদালত পাড়ায় হামলার শিকার হয়েছেন যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী হত্যা মামলার আসামী পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়া মঈনসহ আসামীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হত্যা মামলার তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। প্রিজন্স ভ্যান থেকে নামানো হলে তারা বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন। পুলিশি পাহারা থাকা অবস্থায় আসামিদের মারধর করেন শ্রমিক সংগঠনের কিছু উশৃংখল কর্মী। এ সময় কিলঘুষি ও লাথি মেরেছে তারা। পরে দ্রুত তাদের কাস্টডিতে নেওয়া হয়।

যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন। অন্য দুজনসজ তাকে গ্রেপ্তার করেছিল শাহপরান (র.) থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহারায় মঈন ও বাকি দুই আসামিকে কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে পেটাতে শুরু করেন। বিশেষ করে হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে বিক্ষুব্ধরা হামলা করে। পরে পুলিশ তাদের দ্রুত কাস্টডিতে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে ইনছান আলী,সাহাবউদ্দিন সাবু ও ফয়জুলসহ তাদের সহযোগীরা। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তারা তাকে পেছন থেকে অতর্কিতভাবে হামলা করে হেনস্তা করেন।
এ ব্যাপারে সিলেটের কোর্ট পুলিশের পরিদর্শকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন