• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

লালবাজারের হোটেল আল-জালাল থেকে লাশ উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
লালবাজারের হোটেল আল-জালাল থেকে লাশ উদ্ধার

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকন ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানাপুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।সিলেটের রেস্তোরাঁ

লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত ইয়ারুজ আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, লুকমানের ভিটেমাটি নেই। তিনি গত জানুয়ারি থেকে আল-জালাল হোটেলের একটি কক্ষে প্রতিদিন ১০০ টাকা ভাড়ায় বসবাস করছেন। লুকমান ক্যান্সার রোগে আক্রান্ত। কোনো কাজ-কর্ম করতেন না। প্রবাসী স্বজনরা টাকা দিলে তা দিয়ে জীবন নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতেও তিনি তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকাল থেকে লুকমানের কক্ষের দরজা না খোলায় বিকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- এটি একটি স্বাভাবিক মৃত্যু। নিহতের বোনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায়। লাশ উদ্ধারের পর তাকে খবর দেওয়া হয়েছে। চাইলে আবেদন ও অনুমতিসাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাফন করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন