সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে যুবলীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য বাবর মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ।
কোতোয়ালি থানাপুলিশের একটি টিম বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেফতার করে। তিনি দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে। বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেটি হচ্ছে- ৫ আগস্ট বিকেলে মহানগরের কিন ব্রিজ (উত্তরপাড়) এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতা। এ মামলার ৩০ নং আসামি বাবর।
অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ নং আসামি তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন