সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলোচিত দুই চোরাচালানকারী আজিজুল-মাসুক অল্প দিনেই হয়ে যায় কোটিপতি।
আলাদিনের চেরাগ পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন এই দুই চোরাচালানকারী।
তাদের নামে সরকারি টেক্সের কোন কাগজপত্র না থাকলেও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ।
তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে ভারতীয় চোরাচালান। সেই ভারতীয় চোরাচালানের বদৌলতে কোটি কোটি টাকার মালিক আজিজুল ও তার সহযোগী মাসুক। উপজেলা সদরে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের পাশে আজিজুলের একটি চার তলা ভবন সহ রয়েছে একাধিক দোকান-পাট।
তার সহযোগী মাসুকের সম্পদের পরিমাণ আরও বেশি। যার কোন হিসাব নেই। একাধিক ব্যাংকের তাদের একাউন্ট। গোয়াইনঘাটের ব্যাংক গুলোই এখন তাদের কাছে জিম্মি।
কোন প্রকার বৈধ ব্যবসা-বাণিজ্য ছাড়াই তারা কি ভাবে এত সম্পদের মালিক হলেন। এনিয়ে গোয়াইনঘাট উপজেলা জুড়ে তোলপাড় বিরাজ করছে। এদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। দুদকের তদন্তে বেরিয়ে তাদের অবৈধ সম্পদের হিসাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন