• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে সিলেট মহানগর কৃষক দলের শুভেচ্ছা

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে সিলেট মহানগর কৃষক দলের শুভেচ্ছা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন ও সাধারণ সম্পাদক সোলােমান আহমদ সিদ্দিকী।

সোমবার এক বিবৃতিতে সিলেট মহানগর কৃষক দলের  সভাপতি হুমায়ুন কবির শাহীন ও সাধারণ সম্পাদক সোলােমান আহমদ সিদ্দিকী সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের  নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান  ও  সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলামসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,নবনির্বাচিত কমিটির সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।

সমাজের অপরাধ ও অসংগতির চিত্র সঠিকভাবে উঠে আসবে। সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন নিপীড়নের প্রতিবাদ আরো জোরদার হবে।এবং নতুন নেতৃত্ব আগামীতে অতীতের সকল গুনিজন সিলেটের সাংবাদিতার ঐতিহ্য ধরে রাখবেন। প্রকৃত সাংবাদিকতার মুল্যেবোধ সুদৃঢ় দায়িত্ব পালন করবেন এবং নবাগত সকল সাংবাদিকদের দিক নিদের্শনা দেবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন