• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পালানোর সময় জৈন্তাপুর সীমান্তে আটক আ.লীগ নেতা কামাল

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪
পালানোর সময় জৈন্তাপুর সীমান্তে আটক আ.লীগ নেতা কামাল

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ সীমান্তে দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রাম হয়ে ভারত সীমান্তের ১২৯৬ পিলার সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি ১৯ ব্যাটেলিয়নের সদস্য আটক করে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে।

এসময় তার সাথে পাওয়া ৩টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ব্যবহারি ঔষধ সহ বিভিন্ন জিসিনপত্র জব্ধ করা হয়।

আটকের পর বিক্ষোব্ধ জনতা চড়াও হয় এবং বিগত দিনের অনিয়ম দূর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে কামাল আহমদকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক কামাল আহমদ প্রথমে বিজিবির হেফাজতে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটলিয়নের সিও লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আসাদুন্নবী পিএসসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন