• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ট্রাফিক সার্জেন্ট নিহত

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ট্রাফিক সার্জেন্ট নিহত

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবীর তালুকদার (৩১) নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবীর তালুকদার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুষেন তালুকদারের ছেলে।

জানা যায়, নৈমিত্তিক ছুটি শেষে সুনামগঞ্জের দিরাই থেকে কর্মস্থলে মোটরসাইকেলযোগে ফিরছিলেন সুবীর। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক জাউয়া বাজার নামক স্থানে যাত্রাীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার বাসটি আটক রয়েছে। সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন