• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

দীপু মনির চাঁদপুরের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
দীপু মনির চাঁদপুরের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগের মধ্যে চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বাসভবনে হামলা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় তার বাসভবনের সামনে বিএনপি-জামায়াত কর্মীরা জড়ো হয়ে এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ওই ভবনের নিচে দৈনিক চাঁদপুর বার্তা নামের স্থানীয় একটি পত্রিকার কার্যালয় রয়েছে। ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা ভবনের নিচে থাকা কয়েকটি মোটর সাইকেল ও ভবনের পাইপ ভাঙচুর করে।

তারা দৈনিক চাঁদপুর বার্তার কার্যালয়েও হামলা চালায় অফিসের জানালার কাচ ভাঙচুর করে বলে জানান শহীদ পাটোয়ারি।

ঘটনার সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ঢাকায় ছিলেন। তবে তার স্বজনরা বাড়িতে ছিলেন বলে দলের কর্মীরা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন