সিলেটে পুলিশের অভিযান ও সংবাদমাধ্যমগুলোতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরও সিলেটে কিছুতেই থামছে না চিনিকাণ্ড
প্রতিদিনই সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি নিয়ে আসছে সিলেটে। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে।
এবার সিলেটে প্রায় ৮ লক্ষ টাকার সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চোরাই জিনি জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার থেকে চিনিভর্তি একটি ট্রাক জব্দ করে। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানকালে দুই চোরাকারবারিকে আটক করে ডিবি। তারা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন