সিলেটে আবারও ২৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযানকালে তাঁদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মো. আব্দুল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।
পুলিশ কর্মকর্তা জানান, সিলেট মহানগরের বিমানবন্দর থানার কাকুয়ারপাড় এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ২৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানে চিনি বহনকারী দুটি ট্রাক জব্দ করা হয়। ওই দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন