• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই খুন

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৬, ২০২৪
গোয়াইনঘাটে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই খুন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছ, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি ছিল। হোসেন মিয়ার ওই জমির মধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে । পূর্ব বিরোধের সূত্র ধরে শনিবার বিকাল সাড়ে ৪ টায় বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাই তুমুল ঝগড়া লিপ্ত হলে এক পর্যায়ে রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো দিয়ে ইব্রাহীমের গলায় আঘাত করলে ইব্রাহিম ঘটনাস্থলে পড়ে যায়। এতে ইব্রাহীমের রক্তক্ষরণ শুরু হলে রহুল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একদল পুলিশ প্রেরণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, উপজেলার নিয়াগুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন