• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভারি বৃষ্টিতে ফের সিলেটে জলাবদ্ধতা

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৯, ২০২৪
ভারি বৃষ্টিতে ফের সিলেটে জলাবদ্ধতা

সিলেটে আবারও ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। শনিবার রাত ৯ টার থেকে বৃষ্টি শুরু হয়। মধ্যরাত পর্যন্ত বৃষ্টি চলছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শহা মো. সজিব জানিয়েছেন শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারি বৃষ্টির কারণে সিলেট সিটি কর্পোরেশনের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাতে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,ওসমানী মেডিকেল কলেজ, চৌহাট্টা, জালালাবাদ, বাদামবাগিচা,পাঠান টুলা, সাপ্লাই,রায়নগর,শিবগঞ্জ, বালুচর, উপশহর, তেররতন, দরগাহ মহল্লা, তালতলা, জামতলা, মিরের ময়দানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এর আগে গত ২ জুন রাতে ভারি বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরের শতাধিক এলাকা। এতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।

এদিকে,শনিবার রাতের বৃষ্টিতে নতুন করে দুর্ভোগে পড়েছেন সিলেট নগরবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন