• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মাদকের মরণ থাবা থেকে বাচতে চায় তেররতন এলাকাবাসী

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৬, ২০২৪
মাদকের মরণ থাবা থেকে বাচতে চায় তেররতন এলাকাবাসী

মাদকের মরণ থাবা তেররতনে,ইয়াবা-ও বিভিন্ন মাদকে ধ্বংসের মুখে তরুণরা; তবে তেররতন এলাকাবাসী উদ্যোগ নেয়ার পরই এলাকায় মাদকের ব্যাপকতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর কার্যক্রম বেড়েছে। গত এক সপ্তাহে এলাকাজুড়ে নিয়মিত চলছে মাদকবিরোধী অভিযান ও এলাকাবাসীর জনসচেতনতামূলক সভা।

এতে একদিকে কমে আসছে মাদক বিক্রেতার সংখ্যা, অন্যদিকে বাড়ছে জনসচেতনতা। নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী কার্যক্রমে ফুঁসে উঠছেন এলাকার জনসাধারণ।

সোমবার (২০ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র,সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাব-৯, মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ, এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

এদিকে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন ও তেররতন এলাকার জনসাধারণ। কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন বলেন, মাদক জাতী ও সমাজকে নষ্ট করে দেয় মাদকের ব্যপারে কোন ছাড় দেওয়া হবে না আমার আপ্রাণ চেষ্টা থাকবে মাদকমুক্ত ওয়ার্ড গঠন করা।

আমি নির্বাচিত হওয়ার পর থেকে সেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শুধু তেররতন এলাকা নয় পুরো ২৪ নম্বর ওয়ার্ড মনিটরিং করা হচ্ছে। মাদক বিক্রির খবর পেলেই আমাকে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন আপনাদের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকাবাসীর অনেকেই বলেন, আমরা চাই অচিরেই মাদকমুক্ত এলাকা গঠন করতে। তবে মাদকের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তাও জড়িত, তারা সংখ্যায় খুব বেশি নয়।

আমরা অশাধু ব্যাক্তিদের বলতে চাই আর্থিক লাভের লোভ সামলে তাদের মাদকের বিরুদ্ধে তৎপর থাকতে হবে। নতুবা মাদকের ছোবলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

যারা মাদকের সঙ্গে জড়িত তাদের পরিবারও ধ্বংস হয়ে যায়। একপর্যায়ে তারা চুরি-ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। মাদক নিয়ন্ত্রণ করা গেলে কমে আসবে অপরাধ। আমাদের মাদকবিরোধী সর্বাত্মক চেষ্টা চলছে, চলবে।

এদিকে তেররতন এলাকায় এবার মাদক ও জুয়ার বিরুদ্ধে জেগে উঠেছে স্থানীয়রা। তারা দফায় দফায় প্রত্যন্ত এলাকায় নিজেদের উদ্যোগে মাদক বিরোধী সভা ও মতবিনিময় করছেন। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিশাল মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত যুবক-ছাত্র-ছাত্রী এলাকাবাসী সহ কয়েকশ লোক মাদকের বিরুদ্ধে শপথ নেন।

এসময় বক্তারা বলেন প্রত্যেকের নিজ গৃহ থেকেই মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে। তেররতন এলাকায় কোন মাদক ব্যবসায়ী-থাকতে পারবেনা। যদি কারো বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। বক্তারা আরো বলেন, মাদকের অভিশাপ হতে আমরা বাঁচতে চাই। প্রজন্মকে মাদকের অভিশাপ হতে মুক্ত করতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন