সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে ১শ ৫৩ বস্তা চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক ও এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. রহিম মিয়া (২৪)। সে এয়ারপোর্ট থানার ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন