• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৪, ২০২৪
মৌলভীবাজারে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজার নুরুল আজাদ সুমন (২৮) নামে ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় জেলা শহরের গোবিন্দশ্রী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল আজাদ সুমন চট্টগ্রামের পটিয়া গ্রামের মৃত ডা. হাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত নুরুল আজাদ সুমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুসুমবাগ শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন